Refunds Policy
হালনাগাদ: ২৩ মে ২০২৫

আমরা “ডিজিটাল ই প্রোডাক্ট”-এ গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু আমরা শুধুমাত্র ডিজিটাল ডাউনলোডযোগ্য পণ্য (যেমন থিম, প্লাগইন, ভিডিও রিসোর্স, সফটওয়্যার, অ্যাকাউন্ট, সাবস্ক্রিপশন ইত্যাদি) বিক্রি করে থাকি, তাই আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা কিছু নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়।


১. রিফান্ডের সাধারণ নীতি

  • একবার পেমেন্ট সম্পন্ন হলে এবং পণ্য সফলভাবে ডেলিভারির জন্য প্রস্তুত হলে, কোনো রকম রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়।

  • যেহেতু এগুলো ডাউনলোডযোগ্য ডিজিটাল পণ্য, তাই একবার ফাইল গ্রাহকের কাছে পৌঁছে গেলে তা ফেরত বা বাতিলযোগ্য নয়।


২. ডেলিভারি সমস্যা / ফাইল না পাওয়া গেলে

  • যদি আপনি আপনার ক্রয়ের পর ১ ঘণ্টার মধ্যে পণ্য/ফাইল না পান, তাহলে দয়া করে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

  • আমরা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ফাইল সরবরাহের চেষ্টা করব।

  • যদি এই সময়সীমার মধ্যে আপনি পণ্য না পান এবং আমরা প্রমাণসহ নিশ্চিত করতে পারি যে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হয়েছি, তাহলে আপনাকে সম্পূর্ণ রিফান্ড প্রদান করা হবে।


৩. ডাবল পেমেন্ট / ভুল পেমেন্ট

  • যদি ভুলবশত একাধিকবার পেমেন্ট হয়ে যায় বা একই পণ্য একাধিকবার কিনে ফেলেন, তাহলে প্রমাণ সাপেক্ষে অতিরিক্ত পেমেন্ট ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।


৪. তথ্য বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি

  • কোনো পণ্য কেনার আগে, গ্রাহককে সম্পূর্ণ বিবরণ ও ডেমো ফাইল দেখে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়।

  • ফিচার না বোঝার কারণে বা ব্যক্তিগত অপছন্দের কারণে পণ্য ফেরতযোগ্য নয়।


৫. নকল বা ত্রুটিপূর্ণ ফাইল

  • যদি কোনো ফাইল দুর্নীতিপূর্ণ বা ইনকমপ্লিট হয়, আপনি ডাউনলোড করার পরে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে পারবেন।

  • আমরা ফাইলটি যাচাই করে নতুন করে পাঠাবো। যদি আমরা সংশোধিত ফাইল দিতে ব্যর্থ হই, তাহলে রিফান্ড দেওয়া হবে।


৬. রিফান্ড প্রসেসিং সময়

  • বৈধ রিফান্ড দাবি গৃহীত হলে, পেমেন্ট চ্যানেল অনুযায়ী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।


৭. যোগাযোগ ও সহায়তা

রিফান্ড সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন:

ইমেইল: support@digitalieproduct.com
লাইভ চ্যাট: [DigitalieProduct]


বিশেষ দ্রষ্টব্য:
এই নীতিমালা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই কোনো পেমেন্ট করার আগে সর্বশেষ নীতিমালাটি দেখে নেওয়া গ্রাহকের দায়িত্ব।

Messenger Chat WhatsApp Chat